ইচ্ছাশক্তির জোরে মধ্য বয়সে এসে এসএসসি পাস করেছেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আব্দুল মোমিন।
সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোমিন এ বছর রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী এলাকার জি আর মডেল কারিগরি স্কুল থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
৪৫ বছরের মোমিন যমুনা চরাঞ্চল অধ্যুষিত উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত সদস্য।
দুপুরে ফলাফল হাতে পেয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি পাশ করেছি এটাই বড় কথা। আমার ইচ্ছা ছিল লেখাপড়া করব। সেই ইচ্ছা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি।”
স্নাতক শ্রেণি পর্যন্ত পড়ার ইচ্ছার কথা জানিয়ে আব্দুল মমিন বলেন, “বয়স কোনো বিষয় না। আমি এই বয়সে নিজেও লেখাপড়া করছি, পড়াশোনা করতে অন্যদেরকেও উৎসাহিত করি।”
মোমিনকে অভিনন্দন জানিয়ে শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, টানা তিনবার ইউপি সদস্য হিসেবে বিজয়ী হয়ে মোমিন দায়িত্ব পালন করে আসছেন। তিনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়ে পাশ করেছেন।
ব্যক্তিজীবনে মোমিন এক সন্তানের জনক। তিনি কৃষিকাজেও জড়িত।