বগুড়ায় গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ অবরোধকারীদের বিরুদ্ধে

হামলায় বাসে থাকা মোট পাঁচ যাত্রী আহত হয়েছেন। 

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2023, 10:43 AM
Updated : 31 Oct 2023, 10:43 AM

বিএনপির ডাকা অবরোধ চলাকালে বগুড়ায় মহাসড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে অবরোধ সমর্থককারীদের বিরুদ্ধে। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্ষন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী বাইপাস ও মাটিডালী বাইপাস এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।

শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এবং জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “সকালে মাটিডালি বাইপাস এলাকায় চট্টগ্রাম থেকে রংপুর ও দিনাজপুরগামী দুইটি বাসে বিএনপি-জামায়েতের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়ে এবং লাঠি দিয়ে বাসের সামনে-পেছনে ও জানালার গ্লাস ভেঙে ফেলে।

“অপরদিকে চট্টগ্রাম থেকে নওগাঁগামী আরেকটি বাস শহরের এরুলিয়া এলাকা অতিক্রম করার সময় অবরোধকারীরা হামলা চালিয়ে বাসের জানালার গ্লাস ভেঙে ফেলেছে। 

আমিনুল ইসলাম আরও বলেন, হামলায় বাসে থাকা মোট পাঁচ যাত্রী আহত হয়েছেন। 

অপরদিকে শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম দাবি করেন,  “সকালে সেখানে পিকেটার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এ সময় আওয়ামী লীগ কর্মীরা পিছু হটে যায়। একপর্যায়ে পিকেটাররা তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং দুটি ট্রাক ভাঙচুর করে। পরে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

শাহজাহানপুর থানার ওসি শহিদুল আলম গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা জানিয়ে বলেন, “কয়টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তা বলতে পারছি না।”

এসব ব্যাপারে জানতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর হেনাকে মোবাইলে ফোন দিলেও তারা সাড়া দেননি।