ইউপিডিএফ সংগঠক অংথোই মারমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
Published : 03 Sep 2022, 03:22 PM
খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ এর সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে রোববার জেলার পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
শনিবার এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন , “সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা ওরফে আগুনকে (৫২)-কে হত্যার প্রতিবাদে রোববার গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
তিনি অবরোধ কর্মসূচি সফল করতে সকল যানবাহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান ও সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।
শুক্রবার সকাল পৌনে ১০টার সময় গুইমারার দেওয়ান পাড়া এলাকায় সন্ত্রাসীরা ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুনকে গুলি করে হত্যা করে।