এক পর্যায়ে আলী হোসেন ও ওসমান গনি তাদের হাতে থাকা ধারালো রামদা ও শাবল দিয়ে কামরুলকে আঘাত করতে থাকেন।
Published : 20 Oct 2023, 07:30 PM
যশোরের ঝিকরগাছায় জমির সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে ভাইয়ের ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে; এসময় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছার ছোট পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শংকরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড মেম্বর মুজিবর রহমান।
নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম কামু (৪০)। তিনি ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ফকির পান্নু মিয়া বলেন, “ওই গ্রামের কামরুল ইসলাম কামুর সঙ্গে তার চাচাত ভাই ছবেদ আলী সরদারের ছেলে আলী হোসেন (৩৫) ও ওসমান গনির (৪৫) জমির সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে মারামারি হয়।
“এক পর্যায়ে আলী হোসেন ও ওসমান গনি তাদের হাতে থাকা ধারালো রামদা ও শাবল দিয়ে কামরুলকে আঘাত করতে থাকেন। এসময় উপস্থিত আতাউর সর্দার (৪০), আনোয়ারা (৪৫), রুহুল আমিন সরদার (৬৫), পারভীনা বেগম (৪৫) ঠেকাতে গেলে তারাও জখম হন।”
গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে কামরুলের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]