বেনাপোলে তিন কোটি টাকার সোনা উদ্ধার, যুবক আটক

“উদ্ধার করা সোনার ওজন ২ দশমিক ৮২৯ কেজি; যার বাজার মূল্য প্রায় দুই কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা।”

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2023, 09:49 AM
Updated : 27 May 2023, 09:49 AM

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৭টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার সকালে সীমান্তের খলসি গ্রামের মাঠ থেকে বারগুলো উদ্ধার করা হয় বলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান।

আটক ৩০ বছর বয়সি মিকাইল হোসেন পিন্টু উপজেলার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল জামিল বলেন, সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচারের খবর পেয়ে যশোর ব্যাটালিয়ন ও মহেশপুর ব্যাটালিয়নের যৌথ একটি দল খলসি গ্রামে অবস্থান নেয়।

“এ সময় সীমান্তের পাশ দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে যেতে দেখলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৭টি সোনার বার পাওয়া যায়।”

“উদ্ধার করা সোনার ওজন ২ দশমিক ৮২৯ কেজি; যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা।”

বিজিবি জানায়, আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উদ্ধার করা সোনার বারগুলো যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে লেফটেন্যান্ট কর্নেল জামিল জানান।