চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সোমবার রাত থেকে ইজিবাইকসহ নিখোঁজ ছিলেন আশরাফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2023, 11:59 AM
Updated : 8 March 2023, 11:59 AM

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের দুই দিন পর এক ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

নিহত ৪৫ বছর বয়সী আশরাফ সর্দার দৌলাতদিয়াড় গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

পরিবারের বরাতে ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, “৬ মার্চ রাত থেকে ইজিবাইকসহ নিখোঁজ হন আশরাফ সর্দার। অনেক খোঁজাখুঁজি করেও তার আর সন্ধান পায়নি পরিবার।

“বুধবার দুপুরে মাঠে কাজ করার সময় স্থানীয়রা ভুট্টা খেতে লাশ দেখে থানায় খবর দেয়। নিহতের হাত-পা বাঁধা ছিল। লাশের নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।”

খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে আশরাফ সর্দারের মরদেহ শনাক্ত করেন।

এ দিকে সিআইডি পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় এখনও মামলা হয়নি; তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।