ওই যুবক মাদকাসক্ত ছিলেন বলে স্বজনদের দাবি।
Published : 08 Dec 2023, 04:50 PM
টাঙ্গাইলে ছুরিকাঘাতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে প্রবাস ফেরত ছেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে নিহতের ছেলেকে আটক করে পুলিশ।
গত বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের শ্রীফলীয়াটা গ্রামে এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান।
৬৫ বছর বয়সি নিহত আবু বক্কর সিদ্দিকী ওই গ্রামের প্রয়াত মেছের আলীর ছেলে। গ্রেপ্তার মাসুদ রানা (৩০) আবু বক্করের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি আবু ছালাম বলেন, মাসুদ রানা মাস তিনেক আগে ক্রোয়েশিয়ায় যান; পরে ইতালি। সেখানে কোনো কাজ জোটাতে না পেয়ে অর্থ সংকটে পড়ে তিনি বাড়ি থেকে লাখখানেক টাকা নেন।
মাসুদ রানা মাদকাসক্ত ছিলেন বলে স্বজনদের দাবি।
নিহতের মেয়ের জামাই সেলিম রেজা বলেন, “গত দুদিন আগেও ফেইসবুকের মাধ্যমে মাসুদের সঙ্গে আমার যোগাযোগ করা হয়।”
সেসময় তিনি ইতালিই ছিলেন। কিন্তু এরই মধ্যে তিনি কাউকে না জানিয়ে ইতালি থেকে বাড়ি এসে লুকিয়ে থাকেন।
পরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে সেলিম রেজার দাবি।
ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় শুক্রবার সকালে বাড়ি থেকে মাসুদ রানাকে আটক করা হয়েছে।
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।