তাকে যশোর বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
ভারত থেকে গমের ভূষি নিয়ে আসা ট্রাক থেকে বিদেশি মদ উদ্ধার করেছে হিলি কাস্টমস। এ ঘটনায় ট্রাকসহ ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যায় গোপন সংবাদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং হিলি কাস্টমস যৌথভাবে এই অভিযান চালিয়েছে।
আটক গৌতম রায় (৪৭) ভারতীয় নাগরিক এবং ওই ট্রাকের চালক।
হিলি কাস্টমস কার্যালয় থেকে জানা যায়, বন্দরে ভারত থেকে আসা একটি ট্রাকে বিদেশি মদ থাকার খবর পেয়ে এনএসআই ও কাস্টমস যৌথভাবে অভিযান চালায়। এ সময় ভারত থেকে আসা গমের ভূষি বোঝাই একটি ট্রাকে চালকের কেবিন থেকে ২৩ বোতল মদ জব্দ করা হয়।
হিলির রাজস্ব কর্মকর্তা সুকান্ত রায় বলেন, মাল বোঝাই ট্রাকটি আমাদের হেফাজতে আছে। কীভাবে ও কার যোগাযোগে ওই মদ এসেছে সে বিষয়ে শুনানি হবে। এ ছাড়াও আমদানিকারকেরও ব্যাখ্যা চাওয়া হবে। সবকিছু সম্পন্ন করে কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।