বজ্রপাতে চার জেলায় ৭ প্রাণহানি, আহত ৪

আম কুড়াতে গিয়ে, খেলার মাঠে, নদীতে গোসলে গিয়ে এবং মাঠে কাজ করার সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2023, 05:53 PM
Updated : 21 May 2023, 05:53 PM

বজ্রপাতে দেশের চার জেলায় সাতজনের মৃত্যুর খবর এসেছে।

রোববার ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ ও হবিগঞ্জে এ প্রাণহানির ঘটনা ঘটে।

ময়মনসিংহে খেলার মাঠে কিশোরের, আম কুড়াতে শিশুর মৃত্যু

গফরগাঁও ও ত্রিশাল উপজেলায় এক শিশু ও এক কিশোর মারা গেছে। আহত হয়েছে আরও দুই শিশু।

রোববার সন্ধ্যায় এ ঘটনায় নিহতরা হলো গফরগাঁওয়ের নিগুয়ারি ইউনিয়নের তল্লী গ্রামের জহির উদ্দিনের ছেলে আসিফ হাসান (১৫) ও  ত্রিশালের কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামের আবুল ফরাজীর ছেলে মো. জুনায়েদ (৯)।

নিগুয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজউদ্দীন আহমদ জানান, বাড়ির পাশে বৃষ্টির মধ্যে খেলাধুলা করছিল আসিফ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কানিহরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ উল্লাহ মন্ডল জানান, বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় জুনায়েদসহ কয়েকজন শিশু আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে জুনায়েদ ঘটনাস্থলে মারা যায়। আহত হয় আরও দুই শিশু।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।

জামালপুরে গোসলে গিয়ে গৃহবধূ, মাঠে ড্রেজারচালক নিহত

জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে; আরও দুইজন আহত হয়েছেন।

রোববার দুপুরে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের ডেবরাইপ্যাচ গ্রামে ও মাদারগঞ্জের খড়কা বিলে এই ঘটনা ঘটে।

চিনাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম এবং মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক এ দুটি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহত মোর্শেদা বেগম (৩৮) ডেবরাইপ্যাচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী এবং ড্রেজার চালক জহুরুল ইসলাম (২৫) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, মোর্শেদা বেগম দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে আগারী ব্রিজের খালে গোসল করতে যান। গোসল করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক বলেন, বিকালে মাদারগঞ্জের খড়কা বিলে মাটি কাটার সময় বজ্রপাতে ড্রেজার চালক জহুরুলের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছে রুহুল আমিন ও ফয়সাল নামে আরও দুই শ্রমিক।

তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশে এই কর্মকর্তা।

সুনামগঞ্জে ফুটবল খেলার সময় নিহত ২ কিশোর

সুনামগঞ্জের ধর্মপাশায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

রোববার বিকালে উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর ও শান্তিপুর গ্রামের মাঝামাঝি একটি ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে বলে ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান।

নিহতরা হলো- হরিপুর গ্রামের সাহাজুল মিয়ার ছেলে পলাশ মিয়া (১৬) এবং শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে তোয়াছিন আহমদ (১৭)।  

জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, বিকালে এলাকার কিশোর-তরুণরা ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুজন মারা যায়।

ওসি মিজানুর বলেন, একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে পৌঁছার আগে সে মারা গেছে।

হবিগঞ্জে আম কুড়াতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে।  

উপজেলার আইতন গ্রামে সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান।

নিহত সানিয়া জান্নাত লিমা (১৫) আইতন গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও চুনারুঘাট ডিসিপি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

ওসি বলেন, সন্ধ্যার পর ঝড় শুরু হলে সানিয়া বাড়ির পাশে আম কুড়াতে যায়। ওই সময় ঝড় শুরু হলে সে একটি গাছের নিচে দাঁড়ায়। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলে ওই ছাত্রীর মৃত্যু হয়।