নাটোরের সিংড়ায় ট্রাক মালিক নুর ইসলাম হত্যা মামলার প্রধান আসামি চালক মো. লাবুকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের দশমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, ২৪ বছর বয়সী লাবুকে গ্রেপ্তারের সময় হত্যায় ব্যবহৃত গিয়ার লিভার এবং ১০ চাকার ট্রাকটি জব্দ করা হয়েছে। লাবু পঞ্চগড় সদরের জাবুরী দোয়ার এলাকার হাসিবুল ইসলামের ছেলে। আর নিহত নুর ইসলাম (৫১) পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাবুয়ানি জোত এলাকার প্রয়াত হাসান আলীর ছেলে।
গত রোববার নাটোরের সিংড়ার জামতলি এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয় জানিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশটি নুর ইসলামের বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহতের ভাই অচেনা ব্যক্তিদের বিরুদ্ধে সিংড়া থানায় হত্যা মামলা করেন।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এ পুলিশ কর্মকর্তা বলেন, নূর ও লাবু দিনাজপুর ফুলবাড়ি থেকে পাথর নিয়ে শেরপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন।
“লাবু ভিকটিম নুর ইসলামকে সহযোগীদের সাথে প্রথমে শ্বাসরোধ করে এবং পরে ট্রাকের লিভার দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”