পুলিশ জানায়, আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 02 Mar 2024, 07:34 PM
কক্সবাজারের মহেশখালী উপজেলায় লবণের মাঠ দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ‘গুলিবিদ্ধ’ হয়ে একজনের মৃত্যু হয়েছে; এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পশ্চিমপাড়ায় প্যারাবনে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান।
নিহত মো. সাইফুল (৩৮) উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামের মৃত গোলাম কুদ্দুসের ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি সুকান্ত বলেন, “প্যারাবনের লবণের মাঠ দখল নিয়ে জাহাঙ্গীর ও শাহ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে গোলাগুলি হয়।
“এতে উভয়পক্ষের ১০ জনেরও বেশি আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সবাই পালিয়ে যায়।”
ওসি বলেন, “স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় চিকিৎসক গুলিবিদ্ধ সাইফুলকে মৃত ঘোষণা করেন।”
পরে আহত কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।