অবরোধ: নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২, বাসে আগুন

নারায়ণগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে ‘শান্তি সমাবেশ’ করেছে আওয়ামী লীগ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 10:49 AM
Updated : 13 Nov 2023, 10:49 AM

বিএনপি ও সমমনা দলের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিনে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। আগের রাতে অগ্নিসংযোগ করা হয়েছে দুইটি বাসে। 

সড়কে অবরোধের চেষ্টার সময় পেট্রোল ও টায়ারসহ দুই জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। 

সোমবার ভোরে সদর উপজেলার ইসদাইর এলাকায় জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা একটি মিছিল বের করে। তারা ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে ।

তবে দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, ভোর থেকে পুরোদমে ট্রেন চলাচল করছে, এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি।

এছাড়া অবরোধের সমর্থনে ফতুল্লার ভূঁইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ঝটিকা মিছিল করেছে যুবদলের কর্মীরা।

ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কের পঞ্চবটি এলাকায় এবং চাষাঢ়া-শিমরাইল সড়কের কিল্লারপুল এলাকায় মিছিল করেছে যথাক্রমে কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা এই সময় সড়কে পেট্রোল ঢেলে, টায়ার পুড়িয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।

গাড়ির টায়ার ও পেট্রোলসহ দুইজন আটক 

এদিকে ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে সড়কে অগ্নিসংযোগ করার সময় দুইজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে সড়কে অগ্নিসংযোগের চেষ্টার সময় দুই বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

তারা হলেন- আড়াইহাজার উপজেলার লস্করদী এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে অপু মিয়া ওরফে আকাশ (১৯) ও একই এলাকার মৃত চান মিয়ার ছেলে ফয়সাল আহমেদ মেহেদী (২৪)।

পুলিশ সুপার জানান, তাদের কাছ থেকে দুইটি গাড়ির টায়ার ও চার বোতল পেট্রোল জব্দ করেছে পুলিশ।

২২ ঘণ্টায় ৩ বাসে আগুন 

এদিকে শনিবার রাত ২টা থেকে রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত গত ২২ ঘণ্টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার পৃথক স্থানে যাত্রীবাহী তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সবগুলো বাস রাস্তার পাশে দাঁড় করানো ছিল। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘আল্লাহ্ ভরসা পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান, “কয়েকজন দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।”

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় আরেকটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

চাষাড়া থেকে শিমরাইল সড়কের পাশে নাফ পরিবহনের এই বাসটিও দাঁড় করানো ছিল। ঘটনার পর আদমজী ফায়ার স্টেশনের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘লাব্বাইক ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড’-এর একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, কয়েকটি স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। পুলিশ অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ 

নারায়ণগঞ্জে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যে‘র প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নারায়ণগঞ্জ জেলা শাখা শহরের ২ নম্বর রেলগেটে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল হাই।

তিনি বলেন, “দেশের মানুষ শুধু শান্তি আর উন্নয়ন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শান্তি ও উন্নয়ন দিয়েছেন। শেখ হাসিনার বিকল্প নেই। বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ ও নৈরাজ্য অব্যাহত থাকলে আমরা তাদের প্রতিহত করবো।”

সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।