এলাকার লোকজন গোসলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পান।
Published : 13 Oct 2023, 09:57 PM
ফরিদপুরের ভাঙ্গায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে কুমার নদে ডুবে যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে নদ থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান।
নিহত মনির হোসেন (৩০) ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শরীলদিয়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, মনির হোসেন সকালে ভাঙ্গার ঘারুয়া গ্রামে তার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। দুপুরের দিকে তিনি কুমার নদে গোসল করতে যান। সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যান মনির। প্রায় ঘণ্টা খানেক পর এলাকার লোকজন গোসলে গিয়ে তাকে পানিতে অজ্ঞান অবস্থায় পান। তখন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
ওসি জিয়ারুল ইসলাম আরও জানান, মনিরের মরদেহ থানা নিয়ে আসা হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।