ঝিনাইদহে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, আসামি গ্রেপ্তার

র‌্যাবের ভাষ্য, আসামি অপু সম্প্রতি জনির দোকান থেকে দুটি মোবাইল ফোন কেনেন বাকিতে; ওই টাকা চাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2022, 11:46 AM
Updated : 6 Dec 2022, 11:46 AM

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোবাইল ফোন বিক্রেতা হামিদুল ইসলাম জনি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া থেকে আসামি সজীব আহমেদ অপুকে গ্রেপ্তার করা হয়।

সজীব ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ এর ঝিনাইদহের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রাসেল জানান, হরিণাকুণ্ডু শহরে নিহত জনির মোবাইল ফোনের দোকান আছে। আসামি অপু কয়েকদিন আগে ওই দোকান থেকে ৬১ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল বাকিতে ক্রয় করে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

“এর জের ধরে সোমবার দুপুরে আসামি অপু দোকানে ঢুকে জনিকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।”

তিনি জানান, এ ঘটনায় নিহতের ভাই ছাব্বির আহমেদ বাদী হয়ে অপুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর থেকেই র‌্যাব আসামি গ্রেপ্তারে অভিযানে নামে।

গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া সদরের মনোহরদিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।

আরও পড়ুন:

Also Read: ঝিনাইদহে দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা