২০১২ সালে বিআরটিসির দোতলা বাসে আগুন দেওয়ার এক মামলার আসামি তিনি।
Published : 25 Mar 2024, 09:06 PM
নাশকতার মামলায় প্রায় ১০ বছর ধরে পলাতক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বিকালে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে মো. ইয়াহিয়া ওরফে কাজী বাবু নামের ৫২ বছর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা খিলগাঁও ফ্লাইওভারের নিচে রাস্তা অবরোধ করে বিআরটিসির একটি দোতলা বাস ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়।
ওই ঘটনায় ১৫ জনের নামে একটি মামলা হয়। ইয়াহিয়া সেই মামলার আসামি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।