সোমবার মধ্যরাতে সদরের লক্ষ্মীগঞ্জ থেকে ইজিবাইকটি চুরি হয়।
Published : 13 Feb 2024, 10:26 PM
নেত্রকোণায় চুরি হয়ে যাওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মদন অটোরিকশা স্ট্যান্ড থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম জানান।
গ্রেপ্তার সোহেল মিয়া ওরফে শুভ (২৫) দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পুলিশ জানায়, আটপাড়া উপজেলার আব্দুল হাই সোমবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজারের মদন-নেত্রকোণা পাকা রাস্তার পাশে ইজিবাইকটি রেখে দোকানে চা পান করতে যান।
ফিরে এসে তিনি আর নিজের গাড়িটি পাননি। পরে রাতেই থানায় অভিযোগ দেন। দুপুরে ইজিবাইকটি উদ্ধারের পর সেটি মামলায় রূপান্তর করা হয়।
সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুভকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবুল কালাম।