“স্থানীয়রা খবর পেয়ে মেয়েকে রক্তাক্ত অব্স্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।“
Published : 26 Feb 2024, 09:27 PM
বরিশালের উজিরপুরে স্কুলের পানির কল ভেঙে ফেলায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তার এক শিক্ষকের বিরুদ্ধে। পরে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় উজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, আগেরদিন উপজেলার শিকারপুর ইউনিয়নের মুণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।ওইদিনই স্কুলের সহকারী শিক্ষক মো. শাহজাহানকে এ নোটিশ দেন তিনি।
এ ঘটনায় আহত প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রুহুল আমিন বলেন, ঘটনার পর শিক্ষার্থীর মা-বাবা এবং স্বজনরা স্কুলে এসে অভিযোগ করেন। তখন তিনি সহকারী শিক্ষক মো. শাহজাহান ও প্রধান শিক্ষককে ডেকে আনেন। পরে শাহজাহানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
“দুদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।”
শিশুটির বাবা সাংবাদিকদের বলেন, রোববার তার মেয়ে স্কুলের পানির কল ভেঙে ফেলে। এতে শিক্ষক শাহজাহান ক্ষুদ্ধ হয়ে তাকে লাঠি দিয়ে পেটান।
“পরে স্থানীয়রা খবর পেয়ে মেয়েকে রক্তাক্ত অব্স্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।“
মুণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বলেন, “পানির কলে ভেঙে ফেলা শিক্ষক রাগ করে দুই একটা বেত্রাঘাত করেছে। কিন্তু বিষয়টি এক শ্রেণীর লোক জটিল করে পরিস্থিতি ঘোলাটে করছে।”
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক শাহজাহানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেন নাই।