পরাজিত আওয়ামী লীগ প্রার্থী এনামুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংয়ের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
Published : 11 Jan 2024, 07:54 PM
ঢাকার সাভারে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারিতে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
বুধবার রাতে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় পরাজিত আওয়ামী লীগ প্রার্থী ডা. এনামুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা হয়েছে বলে জানান ওসি আকবর আলি খান।
গ্রেপ্তাররা হলেন- স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংয়ের সমর্থক সাভার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন এবং আওয়ামী লীগ প্রার্থী এনামুর রহমানের সমর্থক মো. সাঈম ও ইকবাল হোসেন সম্পদ।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
আহতরা হলেন- স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. হৃদয়, পান্না ও সাগর এবং আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক সিফাত, সায়মন, সাগর ও সাভার পৌর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।
দুই প্রার্থীর সমর্থকরা জানান, ভোটের দিন কাতলাপুর কেন্দ্রের ফলাফল গণনার একপর্যায়ে কিছু ভোটে এগিয়ে ছিলেন মুরাদ জং। এ সময় ওই কেন্দ্রের সমর্থকরা নৌকার সমর্থকদের ওপর চড়াও হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনায় বুধবার রাতে বিবাদমান দুই পক্ষকে নিয়ে কাতলাপুর বাজারের দোকানে সালিশ বৈঠক আহ্বান করেন আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম। তখন দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুপক্ষ। এতে আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাভার মডেল থানার ওসি আকবর আলি খান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কাতলাপুরে ঈগল ও নৌকার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার রাতে সেটা মীমাংসার জন্য বসলে আবার সংঘর্ষ হয়।