সিলেটে ব্যবসায়ী খুনের ঘটনায় আরেক ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

ঘটনার পর পুলিশের উদ্ধার করা সিসিটিভির ফুটেজে পাঁচজনকে ছিনতাইয়ে অংশ নিতে দেখা যায়।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 10:42 AM
Updated : 4 June 2023, 10:42 AM

সিলেট নগরীর ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আরেক তরুণকে  আটক করেছে র‌্যাব।

রোববার ভোরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৯।

গ্রেপ্তার হৃদয় আহমেদ ওরফে সার্কিট (১৯) সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকার রফিক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর ধোপাদিঘীপাড়ে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে খুন হন সবজি বিক্রেতা গোবিন্দ দাস (৩৫)।

ঘটনার পর পুলিশের উদ্ধার করা সিসিটিভির ফুটেজে দেখা যায় ছিনতাইয়ে অংশ নেন পাঁচজন। 

এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার আফসান আল আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছায়া তদন্তের মাধ্যমে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যতম মূল আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার আসামিকে সিলেট নগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে এই সবজি ব্যবসায়ীকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- রাহাত রাব্বি (২০), সৌরভ দাস (১৯) ও আতিকুর রহমান (১৯)। তারা নগরের শিবগঞ্জ ও টিলাগড় এলাকায় বসবাস করলেও তাদের মূল বাড়ি সুনামগঞ্জ  জেলায়।

সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজের সূত্র ধরে ১২ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিলেন সিলেট নগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ।

আরও পড়ুন

সিলেটে ব্যবসায়ী খুনের ১২ ঘণ্টার মধ্যেই ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন