গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাংচার হওয়া চাকা সারানোর সময় শ্রমিকবাহী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় পুলিশ।
বাসচালক রিয়াদ হোসেন বলেন, “বাসটি শ্রীপুরের মুলাইদের বদর স্পিনিং মিলস কোম্পানির। বিকাল সাড়ে ৫টার দিকে বাসটির একটি চাকা পাংচার হয়। পরে অতিরিক্ত চাকা লাগিয়ে পাশের এলাকার একটি দোকানে পাংচার সারানোর জন্য নেওয়া হয়।
“সেখানে সড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে দোকানে চাকা নিয়ে যাই। এ সময় কে বা কারা বাসটির পেছনে পেট্রোল ঢেলে আগুন দেয়।”
পাশের দোকানদার সজিবের কাছ থেকে খবর পেয়ে ছুটে গিয়ে দেখেন বাসের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে বলে জানান তিনি
এলাকাবাসী জানায়, তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে গেছে।
বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি নাসিম।