বান্দরবানের পাহাড়ে মিলল লজ্জাবতী বানর

“জেলায় এই বিরল প্রজাতির বানর দেখা পাওয়া খুব দুষ্কর।”

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2023, 03:01 PM
Updated : 4 May 2023, 03:01 PM

বান্দরবান সদর উপজেলায় একটি পাহাড়ি বন থেকে ‘লজ্জাবতী বানর’ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের উজিভিতর পাড়া থেকে এই বানরটি উদ্ধার করা হয় বলে জানান পাল্পউড বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ কুমার বড়ুয়া।

তিনি জানান, সোমবার উজিভিতর পাড়াবাসীর কয়েকজন শাক-সবজি খুঁজতে পাশের বনে গেলে সেখানে লজ্জাবতী বনরটিকে দেখতে পায়। পরে পাড়াবাসী উক্যমং মারমা বন বিভাগের কাছে খবর দিলে বৃহস্পতিবার সেটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

বঙ্গবন্ধু সাফারি পার্কের কাছে বানরটি হস্তান্তর করা হয়েছে বলে জানান অভিজিৎ।

উক্যমং মারমা বলেন, বানরটিকে ধরে পাড়াবাসী সেদিন গ্রামে নিয়ে আসে। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়।

বান্দরবান বন বিভাগের ‘পাল্পউড প্লান্টেশন’ বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “জেলায় এই বিরল প্রজাতির বানর দেখা পাওয়া খুব দুষ্কর।”