বরিশালে ৩৪ কেজির কচ্ছপ উদ্ধারের পর কীর্তনখোলায় অবমুক্ত

কচ্ছপটি বিরল প্রজাতির বলে জানিয়েছেন বন সংরক্ষক।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 11:20 AM
Updated : 11 Nov 2023, 11:20 AM

বরিশাল নগরীর কাশিপুর থেকে উদ্ধার ৩৪ কেজি ওজনের একটি কচ্ছপ কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কচ্ছপটি উদ্ধারের পর রাতে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে বরিশালের উপকূলীয় বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান জানিয়েছেন।

তিনি বলেন, কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় নগরীর কাশিপুর বাজারে নিয়ে আসেন কয়েকজন।

খবর পেয়ে তারা গিয়ে কচ্ছপটি উদ্ধার করে রাতেই কীর্তনখোলা নদীতে অবমুক্ত করেন।

হারুন অর রশিদ খান আরও বলেন, কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা ব্যক্তিরা বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ফলে প্রাণীটি কোথা থেকে আনা হয়েছে সে বিষয়টি জানতে পারেননি উদ্ধারকারীরা।

তবে ৩৪ কেজির কচ্ছপটি বিরল প্রজাতির বলে জানিয়েছেন বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান।