আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল এই শিক্ষার্থীর।
Published : 24 Mar 2023, 08:54 PM
ভোলার লালমোহন উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পৌর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয় বলে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান।
মিথিলা মজুমদার নামে এই শিক্ষার্থী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দীপক মজুমদারের মেয়ে; আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
পরিবারের বরাতে ওসি মাহবুবুর বলেন, ওই শিক্ষার্থীর বাবা-মা তাকে একা বাসায় রেখে মন্দিরে কীর্তন করতে যায়। বেলা ১১টার দিকে বাসায় ফিরে সব দরজা-জানালা বন্ধ পান তারা।
“কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।”
সুরতহাল প্রতিবেদন অনুযায়ী সে আত্মহত্যা করেছে বলে ধারণা করলেও এর কারণ জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি মাহবুবুর।