২০১৩ সালে জমির বিরোধের জেরে কৃষক নুরুল হককে হত্যা করে আসামিরা।
Published : 29 Feb 2024, 01:52 PM
এগারো বছর আগে জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জয়পুরহাটে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম ৯ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এ এন এম শামিম জানান।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের আব্দুল রউফ, রুহুল আমিন, আলী হোসেন, খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান এবং সিরাজুল। তাদের সবার বয়স ৪৮ থেকে ৬১ বছরের মধ্যে।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেকেই ৫০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১ নভেম্বর সদর উপজেলার হিচমি গ্রামের কৃষক নুরুল হক দিনমজুরদের নিয়ে মাঠে ধান কাটতে যায়। এ সময় জমির বিরোধের জেরে আসামিরা দলবদ্ধভাবে দেশী অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।
এতে নুরুল হক গুরুতর আহত হলে প্রথমে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল এবং পরবর্তীতে বগুড়া
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন সময় আসামিদের গ্রেপ্তার করে।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার ৯ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিল।