ফোনালাপে মশগুল থাকায় এই ছাত্র ট্রেন আসার শব্দ শুনতে পাননি; কয়েকজন প্রত্যক্ষদর্শী চিৎকার করলেও তিনি খেয়াল করেননি।
Published : 17 Feb 2023, 07:45 PM
কিশোরগঞ্জে রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্র।
শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কানিকাটায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন এই ছাত্র।
নিহত সাদমান শাকিন ভুঁইয়া (১৯) কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের হাবীবুর রহমান ভুঁইয়ার ছেলে।
কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি এ কে এম আমিনুল হক জানান, ট্রেনটি আসার সময় শাকিন মোবাইল ফোনে কথা বলায় মশগুল ছিলেন। তাই ট্রেন আসার শব্দ শুনতে পাননি। এমনকি কয়েকজন প্রত্যক্ষদর্শী চিৎকার করে সতর্ক করলেও তিনি শুনতে পাননি।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা দেওয়ান ফারুক দাদ খান জানান, দুই ভাই-বোনের মধ্যে শাকিন ছিলেন বড়। তিনি এসএসসি পরীক্ষায় ভালো ফল করায় বাবা হাবীবুর রহমান ভুঁইয়ার শাকিনকে কিশোরগঞ্জ শহরে রেখে পড়াশোনার ব্যবস্থা করেন।