পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেন।
Published : 29 Apr 2023, 06:42 PM
ফেনীর পরশুরামে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে দীর্ঘ ২৬ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।
গ্রেপ্তার মোহাম্মদ ইব্রাহিম ওরফে মুন্সী মিয়া (বর্তমান বয়স ৫৯) পরশুরাম উপজেলা মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের বাসিন্দা।
মামলার নথি ও আদালতের রায়ের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সী মিয়া পারিবারিক কলহের জেরে ১৯৯৭ সালের ২৩ জুন তার স্ত্রী আনোয়ারা আক্তারকে (৩০) গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই দেলোয়ার হোসেন চৌধুরী বাদী হয়ে মুন্সী মিয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের চার্জশিট ও আদালতের বিচার কাজ শেষে ১৯৯৯ সালের ২ নভেম্বর ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
হত্যার পর থেকেই মুন্সী মিয়া পলাতক ছিলেন জানিয়ে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে শনিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।