পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 19 Feb 2024, 12:10 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি খুন হয়েছেন৷
মঙ্গলবার বিকালে সেতুর উপর এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা৷
রাত ১০টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি৷ তবে তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ৷
স্থানীয়দের বরাত দিয়ে ওসি গোলাম মোস্তফা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপর অজ্ঞাতরা তাকে ধারালো ছুরি দিয়ে বুকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে বন্দর উপজেলার মদনপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
কাঁচপুর হাইওয়ে পুলিশের আওতাধীন শিমরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরফুদ্দিন জানান, ওই ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়তে পারেন৷ তবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ওসি গোলাম মোস্তফা বলেন, “ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে কিনা আমরা নিশ্চিত নই। পুরোনো বিরোধের জেরেও ওই ব্যক্তি খুন হয়ে থাকতে পারেন। আমরা এ বিষয়ে তদন্ত করছি৷”
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি৷
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৩ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]