সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে র্যাব।
Published : 08 Apr 2024, 10:58 PM
সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনের ১২৫টি টিকেটসহ সাতজনকে আটক করা হয়েছে; যাদের কালোবাজারি চক্রের সদস্য বলছে র্যাব।
রোব ও সোমবার বিভিন্ন রেল স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিলেট র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক।
আটকরা হলেন মো. আরিফ (৩২), সজল কান্তি চন্দ (৬০), আরিফুল ইসলাম (১৯), রাজিব কুমার দাস (৪৫), মো. স্বপন মিয়া (৪২), মো. ইব্রাহিম ইসলাম রিফাত (২৪), মোহাম্মদ সাগর (৩৫)।
র্যাব কর্মকর্তা মোমিনুল হক বলেন, “সংঘবদ্ধ কালোবাজারি চক্রের সদস্যরা দ্রুত অনলাইনের মাধ্যমে ট্রেনের বেশিরভাগ টিকেট ক্রয় করেন। পরে চাহিদা অনুযায়ী তারা বিভিন্ন রেলওয়ে স্টেশন এবং আশেপাশের এলাকায় যাত্রীদের কাছে এসব টিকেট অধিক মূল্যে বিক্রি করে থাকেন।”
সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকটি চক্র অনলাইনে টিকেট কেনা-বেচার সঙ্গে জড়িত বলে জানান তিনি।
চক্রটি অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর ব্যবহার করে টিকেট ক্রয় করে সাধারণ যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করে আসছিল বলে দাবি মোমিনুল হকের।
তিনি বলেন, গোপন খবর পেয়ে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার একাধিক রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১২৫টি টিকেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।