এ ঘটনায় নিহতের সহকর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 18 Nov 2022, 09:16 AM
ঢাকার সাভারে এক সেমাই কারখানার শ্রমিককে তার সহকর্মী ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আক্রান বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
নিহত মো. মনির হোসেন (২১) নেত্রকোণা জেলার মো. সেলিমের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনির সাভারের আক্রান এলাকার বউবাজারের একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সেমাই কারখানায় চাকরি করতেন।
এ ঘটনায় মনিরের সহকর্মী ২৫ বছর বয়সী রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়িও নেত্রকোণায় এবং আক্রান এলাকারই একটি বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিদারুল ইসলাম বলেন, রাজনের সঙ্গে মনির ও আদনান নামের আরেক শ্রমিকের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জেরে কারখানা ছুটির পর বাড়িতে যাওয়ার সময় পথে ওৎ পেতে থাকা রাজন মনিরের উপর হামলা করে। এ সময় সে মনিরকে ছুরিকাঘাত করলে আদনান তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন আদনানকেও ছুরিকাঘাত করে রাজন।
“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মনিরকে মৃত ঘোষণা করেন।”
পরে ঘটনাস্থল থেকে রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। আর ওই হাসপাতালেই ২০ বছর বয়সী আদনানের চিকিৎসা চলছে বলে জানান এসআই দিদারুল।
তিনি বলেন, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে।