চাঁদপুরে বিষপানে অসুস্থ গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় চিকিৎসক।
Published : 03 Aug 2023, 03:13 PM
চাঁদপুরের মতলব দক্ষিণে ‘স্বামীর সঙ্গে অভিমান’ করে সন্তানকে বিষ খাওয়ানোর পর এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ নলুয়ার বোয়ালিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস জানান।
অসুস্থ সুমি আক্তার (২৫) ওই বাড়ির সাব্বির প্রধানিয়ার স্ত্রী। অসুস্থ মা ও দুই বছর বয়সি মেয়েকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমির দেবর মো. আদিল প্রধানিয়া বলেন, “বড় ভাই সাব্বির ঢাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। সকালে ভাবির সঙ্গে মোবাইলে পারিবারিক বিষয় নিয়ে ভাইয়ের কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে সবার অজান্তে ভাবি ঘরে থাকা আগাছা নিধনের ওষুধ (বিষ) সন্তানকে খাইয়ে নিজেও পান করেন। কিছুক্ষণ পর তারা ছটফট করতে থাকেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।”
চিকিৎসক বিপ্লব দাস বলেন, গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর শিশুটিকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।