নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৫/২৬ হবে বলে ধারণা করছে পুলিশ।
Published : 31 Jan 2024, 09:11 PM
ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজে মিলল মাথা ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাত নারীর মরদেহ।
বুধবার বিকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড়ে পড়ে থাকা লাগেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান।
ওসি আসলাম জানান, লাল রঙের লাগেজটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাগেজ খুলে মাথা ও দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা অজ্ঞাত নারীর মরদেহ পায়।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ২৫/২৬ হবে বলে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাল রঙের লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন।
লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কাজ করছে জানিয়ে ওসি আসলাম হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।