মাদারীপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য নাহিদুল নামে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 11:41 AM
Updated : 7 Nov 2023, 11:41 AM

মাদারীপুরের কালকিনি উপজেলায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল গ্রামে এ ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান।

নিহত মিলন চন্দ্র হালদার (৩০) পিরোজপুরের কাউখালী উপজেলার হরিণ ডাঙ্গা গ্রামের অমূল্য হালদারের ছেলে।

ওসি নাজমুল বলেন, “ভোরে ওই গ্রামের নাহিদুল খানের ট্রলারের শিকল কাটার শব্দ পেয়ে স্থানীয়রা মিলন চন্দ্রকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন “

তিনি বলেন, মিলনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার মালিক নাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

মিলনের স্বজনদের খবর দেওয়া হয়েছে; এখনও কোনো মামলা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।