জহুরুল বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তার মাথায় ইট দিয়ে আঘাত করেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানায় পুলিশ।
Published : 13 May 2023, 10:56 PM
ঝিনাইদহ সদর উপজেলায় স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক আছেন ওই যুবক।
শনিবার দুপুরে সদর উপজেলার আরাপপুর দুঃখী মাহমুদ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান।
নিহত ২৪ বছর বয়সি সীমা খাতুন ওই এলাকার জহরুল ইসলামের (২৮) স্ত্রী।
শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীমা মারা যান।
স্থানীয়দের বরাতে ওসি সোহেল রানা জানান, রিকশাচালক জহুরুল বাড়িতে গিয়ে তার স্ত্রী সীমার সঙ্গে ঝগড়ায় জড়ান। এক পর্যায়ে সীমার মাথায় ইট দিয়ে আঘাত করেন জহুরুল।
“এ সময় সীমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেল পালিয়ে যান জহরুল। গুরুতর অবস্থায় সীমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।”
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুসলিমা জান্নাত বলেন, দুপুরে সীমাকে হাসপাতালে আনা হয়। মাথায় গুরুতর আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জহরুলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি সোহেল রানা জানান।