মির্জা ফখরুলের অভিযোগ, সরকার পতনের যুগপৎ আন্দোলনকে স্তব্ধ করতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা ও রায় দেওয়া হচ্ছে।
Published : 16 Jun 2023, 10:06 PM
নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে, গুম-খুন করে এ সরকার শেষ রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির এক সমাবেশে মির্জা ফখরুল বলেন, এই সরকার মানুষের ওপর জুলুম-নির্যাতন করে, জবরদখল করে, গুলি করে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে আছে; গত ১৪/১৫ বছর যাবত তারা পাথরের মত ক্ষমতায় বসে আছে, সরানো যাচ্ছে না।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমানের সাজা দেওয়ার প্রতিবাদে এক সমাবেশে তিনি বক্তব্য দেন।
শুক্রবার বিকালে সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গণ-প্রতিবাদ সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের যুগপৎ আন্দোলনকে স্তব্ধ করতে ও আন্দোলন থেকে দূরে রাখতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা ও রায় দেওয়া হচ্ছে।
সেই ধারাবাহিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
“কিন্তু ফরমায়েসী রায় বহাল রেখে আর নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে এবং গুম-খুন করে সরকারের এবার শেষ রক্ষা হবে না,” বলেন ফখরুল।
সরকার ‘একতরফা’, ‘কারচুপির নির্বাচনের পথে’ হাঁটছে অভিযোগ তুলে ফখরুল বলেন, “বাংলাদেশে সম্পূর্ণভাবে একদলীয় শাসন ব্যবস্থার যাঁতাকলে পড়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে।”
সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির নেতৃত্বে আন্দোলন করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।”
জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক কামরুজ্জামান রতন ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমসহ জেলা ও উপজেলার নেতারা বক্তব্য রাখেন।
বৈরী আবহাওয়ার মধ্যেই জনসভা চলছিল। মির্জা ফখরুলের বক্তব্য চলাকালে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তখন কেউ কেউ সভাস্থল ত্যাগ করলেও একাংশের নেতাকর্মীরা বৃষ্টি উপক্ষো করে বক্তব্য শোনেন।