চার দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

চালুর পর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আটবার উৎপাদন বন্ধ হয়েছে কেন্দ্রটির।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2024, 12:33 PM
Updated : 4 Feb 2024, 12:33 PM

বাগেরহাটে চার দিন বন্ধ থাকার পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবারও উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রটি উৎপাদনে ফিরে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানির ডিজিএম মোহাম্মাদ আনোয়ারুল আজিম।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার রাতে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

আনোয়ারুল আজিম জানান, সোমবার সন্ধ্যায় পুনরায় উৎপাদন শুরুর পর কেন্দ্রটি থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। ধীরে ধীরে উৎপাদন ও সরবরাহ বাড়বে।

সুন্দরবনের কাছে নির্মিত কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটিতে দুটি ইউনিট আছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের। তার মধ্যে প্রথম ইউনিটটি বাণিজ্যিক উৎপাদনে যায় গত বছরের ১৭ ডিসেম্বর।

তবে যান্ত্রিক ত্রুটি আর কয়লা সংকটে বার বার উৎপাদন ব্যাহত হচ্ছে এই কেন্দ্রের। চালুর পর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আটবার উৎপাদন বন্ধ হয়েছে কেন্দ্রটির।

পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি সেপ্টেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা ছিল।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]