নারায়ণগঞ্জে নিখোঁজ শিশুর মাটিচাপা লাশ উদ্ধার, আটক ভাবি

মঙ্গলবার সকাল ১১টা থেকে হুমায়রা নিখোঁজ ছিল।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2022, 11:02 AM
Updated : 28 July 2022, 11:02 AM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুইদিন আগে নিখোঁজ এক শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার ভাবিসহ দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় মেঘনা নদীর শাখা খালের পাশে ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান।

মৃত হুমায়রা (৮) উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং সোনারগাঁ উপজেলার নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

এ ঘটনায় আটকরা হলেন- হুমায়রার ভাবি বৈশাখী আক্তার ও তার তার মা সেতারা বেগম।

হুমায়ারার পরিবারের বরাতে ওসি বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে হুমায়রা নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে ওইদিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করে তার বাবা। সকালে মাটি চাপা দেওয়া অবস্থায় হুমায়রার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ বা মামলা না হলেও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যর কারণ জানা যাবে।