আহত র্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।
Published : 13 Feb 2024, 11:31 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে র্যাব। এ সময় হামলাকারীরা র্যাবের এক সদস্যকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবি সংস্থাটির।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম জানান।
আহত ইমরান হোসেন (৩৫) নরসিংদী র্যাব-১১ এর সদস্য। তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
পলাতক ইউনুস আলী (৪০) সোনাকান্দী গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে সহকারী পুলিশ সুপার আফসান বলেন, ঢাকার র্যাব-১ ও নরসিংদী র্যাব-১১ এর যৌথ দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। অভিযানে র্যাব ‘মাদক ব্যবসায়ী’ ইউনুসকে গ্রেপ্তার করে।
এ সময় র্যাব সদস্যদের ওপর হামলা করে ইউনুসকে ছিনিয়ে নেয় তার আত্মীয় স্বজনরা; হামলাকারীদের অস্ত্রের কোপে ইমরান মাথা ও হাত জখম হয় বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ও র্যাব অন্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন; তবে এ বিষয়ে এখনি বিস্তারিত কিছু বলা যাচ্ছে না বলে জানান সহকারী পুলিশ সুপার সামসুল।
তবে এ বিষয়ে বিস্তারিত জানতে র্যাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সংস্থাটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।