‘চাঁদা না পেয়ে’ কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বোটে অগ্নিসংযোগ

“দুর্বৃত্তরা বলেছে, চাঁদা পরিশোধ না করা পর্যন্ত কোনো পর্যটকবাহী বোট যাতে সুবলং না যায়।”

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 01:01 PM
Updated : 10 Nov 2023, 01:01 PM

রাঙামাটিতে চাঁদা না পেয়ে পর্যটকবাহী বোটে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার কাইন্দারমুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. আরিফুল আমিন জানান।

এ সময় বোটে ছয় পর্যটক ছিলেন। তারা হলেন- চাঁদপুরের অঞ্জন কুমার, সুমেন কুণ্ডু, প্রণয় পাল, অনিক মজুমদার, প্রান্ত কর্মকার, হিমু চন্দ্র দাশ। তারা সাজেক থেকে ঘুরে বৃহস্পতিবার রাঙামাটি বেড়াতে এসেছিলেন।

পর্যটকরা জানান, সকালে সুবলং ঝর্ণায় যাওয়ার পথে কাইন্দারমুখ এলাকায় পৌঁছালে পাঁচ অস্ত্রধারী সবার মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাদেরকে বোট থেকে নামিয়ে দেয়।

বোট চালক গিয়াস বলেন, “পর্যটকদের নামিয়ে বোটসহ আমাকে পাশের একটি টিলায় নিয়ে গিয়ে বোটটি জ্বালিয়ে দেয়। পরে অন্য আরেকটি টিলায় আমাকে নামিয়ে দিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, “তাদের সবার হাতে অস্ত্র ছিল। তারা বলেছে, চাঁদা পরিশোধ না করা পর্যন্ত কোনো পর্যটকবাহী বোট যাতে সুবলং না যায়। পর্যটকরা নিরাপদে রাঙামাটি পৌঁছেছেন।

ট্যুরিস্ট বোটের মালিক আলাউদ্দিন টুটুল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই, কেন বা কারা আগুন দিয়েছে সেটা জানি না। আমার সব শেষ।”

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, “খবর পেয়ে আমি টিমসহ ঘটনাস্থলে গেছি। খোঁজখবর নিচ্ছি, পরে বিস্তারিত জানাতে পারব।”