নেত্রকোণায় বারসিক কৃষি অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ-বারসিকের আয়োজনে নাগরিক মঞ্চ থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 12:07 PM
Updated : 14 Nov 2023, 12:07 PM

নেত্রকোণায় কৃষি জমি সুরক্ষা বিষয়ে ‘গণমাধ্যমে ফেলোশিপ বারসিক নিউজ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিন সাংবাদিক।

সোমবার সকালে শহরের অজহর রোডের উদীচীর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ-বারসিকের আয়োজনে নাগরিক মঞ্চ থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন- ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেত্রকোণা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী, সমকালের প্রতিনিধি শেখ খলিলুর রহমান ইকবাল এবং সময় টেলিভিশনের আলপনা বেগম।

বারসিকের নেত্রকোণা অঞ্চলের সমন্বয়কারী অহিদুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, কলেজ শিক্ষক আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, লেখক পুরবি। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]