পিরোজপুরে আগুনে পুড়েছে ২১ দোকান

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2022, 04:41 AM
Updated : 2 Oct 2022, 04:41 AM

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় একটি বাজারে আগুন লেগে দুই ডজনের বেশি দোকান পুড়ে গেছে।

রোববার ভোররাতে এ অগ্নিকাণ্ডে উপজেলার আটঘর কুড়িয়ানা বাজারের ২১টি দোকান পুড়ে যাওয়ার খবর জানান স্বরূপকাঠী থানার ওসি আবীর মোহাম্মদ হাসান।

আর এ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।

আটঘর কুড়িয়ানা বাজারের ব্যবসায়ী বাবুল হালদার বলেন, ভোর ৫টার দিকে সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা স্বরুপকাঠী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাজারের ২১টি দোকান পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে স্বরুপকাঠী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুস সালাম জানিয়েছেন।

ওসি আবীর বলেন, অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে আপাতত জানা গেছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।