যুবদল নেতা বলেন, “বহু অনুনয় বিনয় করে কান্নাকাটি করলেও তারা ছাড়েনি।”
Published : 14 Feb 2024, 04:51 PM
বরিশালের গৌরনদী উপজেলায় যুবদল নেতাকে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যার পর পৌরসভার গয়নাঘাটা কাঁচা বাজারের মাতৃমঙ্গল শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত বাচ্চু সিকদার বর্তমানে বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক।
বাচ্চু জানান, বুধবার বিকালে উত্তর বিজয়পুরের বাড়ি থেকে বের হয়ে স্থানীয় গয়নাঘাট কাঁচা বাজারে যান তিনি। সন্ধ্যায় ফেরার পথে এই বাজারের মাতৃমঙ্গল শিশু হাসপাতালের সামনে ১৫ থেকে ১৬ জনের একটি দল লাঠিসোঁটা, হাতুড়ি, হকিস্টিক ও জিআই পাইপ নিয়ে হামলা করে।
তারা এলোপাতাড়ি পিটিয়েছে জানিয়ে যুবদল নেতা বলেন, “বহু অনুনয় বিনয় করে কান্নাকাটি করলেও তারা ছাড়েনি। বাজারের ব্যবসায়ীসহ শত শত মানুষ দেখলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি।”
এই হামলায় গৌরনদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিক মিয়া নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ বাচ্চু সিকদারের।
তবে আতিক মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “হামলার সঙ্গে আমার বা যুবলীগের কোনো সম্পৃক্ততা নাই। যুবদল নেতা মিথ্যাচার করেছেন।”
বাজারের কয়েক জন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুবদল নেতা এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায় হামলাকারীরা।
৩/৪ মাস আগেও একবার হামলা করে তার একটি পা ভেঙে দেওয়া হয়েছিল বলে ওই যুবদল নেতার স্ত্রী খাদিজা খানম অভিযোগ করেন।
এ ছাড়া রাতে কে বা কারা বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটায়, এতে ভয়ে তাদের পাঁচ বছর বয়সি মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
চিকিৎসক বাবুল সাহা জানিয়েছেন, বাচ্চু সিকদারের দুপায়ের তিন স্থান ও একটি হাতের দুটি স্থানে ভেঙে গেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]