“আমাদের কাছে সব প্রার্থী সমান।আমরা এ কার্যক্রম আরও জোরদার করছি।”
Published : 29 Dec 2023, 04:45 PM
দল বা প্রার্থী বুঝে নয়, যে আচরণবিধি লঙ্ঘন করবেন কমিশন তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
শুক্রবার দুপুরে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রাশেদা বলেন, “ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ফলে কোথাও পরিস্থিতি খারাপের কোনো সুযোগ নেই। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করছি।
“আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার্থী বুঝে নয়, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে।আমরা এ কার্যক্রম আরও জোরদার করছি।”
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন তিনি। সভায় কয়েকজন প্রার্থী নির্বাচনি মাঠের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন।
রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এ সময় উপস্থিত ছিলেন।