রাতে তুহিন ও তার এক বন্ধু শহরের সৈয়দারবালী এলাকায় গেলে অজ্ঞাত অস্ত্রধারীরা তাদের ধাওয়া দেন।
Published : 16 Feb 2024, 09:20 PM
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর জেলা শাখার সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত ৮টার দিকে শহরের সৈয়দারবালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আহত তুহিন দর্জি (৩৫) শহরের ইটেরপুল এলাকার জাকির দর্জির ছেলে।
তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, রাতে তুহিন ও তার এক বন্ধু শহরের সৈয়দারবালী এলাকায় গেলে অজ্ঞাত অস্ত্রধারীরা তাদের ধাওয়া দেন।
ধাওয়া খেয়ে বন্ধু দৌড়ে আত্মরক্ষা করতে পারলেও তুহিনকে কুপিয়ে জখম করেন হামলাকারীরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]