প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার করে নির্ধারণ করা হয়েছে।
Published : 14 Feb 2024, 04:55 PM
দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। প্রথম চালানে দেশটিতে ৭৭ টন ইলিশ পাঠানোর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশের প্রথম চালান গেছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেনটাইন কর্মকর্তা মাহাবুবুর রহমান।
ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং কোং, রিপা এন্টারপ্রাইজ, সাউদার্ন এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড লিমিটেড।
এদিকে এমি এন্টারপ্রাইজ ও গনি এন্ড সন্স নামে দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান বন্দর থেকে ইলিশের চালানটি ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আসওয়াদুল আলম।
প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার করে নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলে হয়েছে, ৭৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। প্রতিটি প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে সর্বোচ্চ ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রপ্তানির এই আদেশ বহাল থাকবে।
গত বছর দুর্গা পূজার সময় দুই হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার। তবে রপ্তানি হয়েছিল এক হাজার ৩০০ টন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]