শাবিতে দোতলা ভবন থেকে পড়ে আহত রংমিস্ত্রির মৃত্যু

তিনি দুইদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2023, 04:44 AM
Updated : 18 Jan 2023, 04:44 AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দোতলা ওয়ার্কশপ ভবন থেকে পড়ে গুরুতর আহত রংমিস্ত্রি নাঈম আহমেদ মারা গেছেন।  

বুধবার সকাল সাড়ে ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউইউতে তার মৃত্যু হয় বলে নাঈমের চাচা ইমরান আহমদ জানান।

নাঈম আহমেদ (২০) সিলেটের জালালবাদ থানার ইনাতাবাদের মো. ওয়াতির আলির ছেলে।

চিকিৎসকের বরাত দিয়ে নাঈমের চাচা বলেন, “সে দুইদিন ধরে লাইফ সাপোর্টে ছিল।”

রংয়ের ঠিকাদার আজগর আলী জানান, তাকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দাফন করা হবে। 

গত সোমবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্মাণাধীন দোতলা ওয়ার্কশপে রংয়ের কাজ করতে গিয়ে বাঁশ ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন নাঈম।

ভবনের ওপর থেকে পড়ায় তার মুখের চোয়াল এবং মাথায় আঘাত লেগেছিল। নাক থেঁতলে যায়। এতে অনেক রক্তক্ষরণ হয়। তার দুই হাতও ভেঙে গিয়েছিল। 

ভবন নির্মাণ শ্রমিকরা জানান, দুর্ঘটনার পর কয়েকজন শিক্ষার্থী প্রথমে নাঈমকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যান।

আরও পড়ুন:

Also Read: শাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত রংমিস্ত্রি