রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।
Published : 24 Apr 2024, 12:32 AM
ময়মনসিংহ শহরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালক।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনে এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান জানান।
নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার উজান বাড়েরা গ্রামের আবদুর রহমান (৬২) এবং তার ভাতিজি শেফালি আক্তার (৪৫)।
এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইক চালক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দিকে যাচ্ছিল। ময়মনসিংহ স্টেশন ছেড়ে আসার পর রেললাইনের উপরে উঠে পড়া একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী-পুরুষ মারা যান।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
নিহত আবদুর রহমানের ভাই হাবিবুর রহমান বলেন, “ভাগ্নের বিয়ের কেনাকাটা করতে শেফালিকে নিয়ে শহরে গিয়েছিলেন আবদুর রহমান। জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরলে রাতেই বিয়ে হওয়ার কথা ছিল। তাদের আর বাড়ি ফেরা হয়নি।”