মো. হাসান নামের ওই ব্যক্তি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
Published : 07 Apr 2024, 11:13 AM
কদরের রাতে নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে রড মাথায় পড়ে এক ব্যাক্তির প্রাণ গেছে।
শনিবার রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
মো. হাসান নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি চট্টগ্রামের আনোয়ারার ফজল আহমেদের ছেলে। তিনি বায়োফার্মা নামে এক ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
তার প্রতিবেশী শফিউর রহমান জানান, শনিবার রাতে মসজিদে যাওয়ার সময় একটি নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে হাসানের মাথায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. হাসানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁঞা বলেন, এই ঘটনায় কোনো অভিযোগ পেলে নিয়মিত মামলা হবে।