আলমসাধুর সঙ্গে সংঘর্ষে একজনের এবং একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে আরেকজনের মৃত্যু হয়।
Published : 01 Mar 2024, 03:41 PM
ঝিনাইদহে মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের প্রাণ গেছে।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সস্তার বাজার ও বেলা সাড়ে ১১টার দিকে গয়েশপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলেন- যুগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান (২২) ও বড়বাড়ি গ্রামের জবিউল্লার ছেলে মমিনুর রহমান (২৫)।
ওসি মাহবুবুর বলছেন, “জিসান মোটরসাইকেলে করে পাশের লেবুতলা গ্রামে যাচ্ছিলেন। পথে সস্তার বাজারে বিপরীত দিকে থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।
“পরে জিসানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এদিকে গয়েশপুর গ্রামের মোড়ে মোটরসাইকের আরোহী মমিনুর রহমান বাঁশবোঝাই একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মমিনুরের মৃত্যু হয় এবং আলী হোসেন নামের আরেকজন আহত হন বলে ওসি জানান।
মনিনুরের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে।