পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই জমিতে গাঁজার গাছের সন্ধান মেলে।
Published : 16 Jan 2024, 03:11 PM
খাগড়াছড়ির গুইমারার একটি দুর্গম পাহাড়ি এলাকার একটি গাঁজার ক্ষেত ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার গুইমারা চৌধুরী পাড়া এলাকার দুই একর জমির গাঁজা ক্ষেত ধ্বংস করা হয় বলে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী জানান।
এ সময় গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজীব বলেন, “একটি চক্র দুর্গম পাহাড়ে গাঁজার চাষ করে আসছিল। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই একর জমিতে গাঁজার গাছের সন্ধান মেলে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই জমিতে থাকা প্রায় দুই হাজার গাছ আগুনে পুড়িয়ে ফেলা হয়।”
দুই হাজার গাঁজার গাছ থেকে অন্তত দশ হাজার কেজি গাঁজা পাওয়া যেত এবং ধ্বংস করা ক্ষেতের মূল্য দশ কোটি টাকা বলে ইউএনও জানিয়েছেন।