নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণে মা ও শিশুর দগ্ধ হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মাসদাইর এলাকায় খন্দকার ম্যানশন নামে ১০তলা ভবনের ষষ্ঠতলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফতুল্লা ফায়ার সার্ভিসের স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আলম হোসেন।
দগ্ধরা হলেন ওই এলাকার ব্যবসায়ী মো. মাসুদের স্ত্রী কুলসুম বেগম (২৫) ও তার তিন বছর বয়সী ছেলে খালিদ। ঘটনার সময় মাসুদ বাইরে ছিলেন।
পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের বরাতে আলম হোসেন জানান, সন্ধ্যার দিকে বিকটি শব্দ শুনে ওই ফ্ল্যাটে গিয়ে আগুন জ্বলছে দেখেন প্রতিবেশিরা।
পরে মা ও সন্তানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণে ঘরের জানালার কাঁচ ভেঙে গেছে বলে জানান আলম হোসেন।
লিকেজে ঘরে জমা গ্যাস থেকে বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।